• জুলাই ১০, ২০২০
  • মৌলভীবাজার
  • 851
মৌলভীবাজারে আরও ৫১ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলায় নতুন করে করোনাভাইরাসে আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার মৌলভীবাজারে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে মৌলভীবাজার সদরের ৩২ জন, শ্রীমঙ্গল উপজেলার ৭ জন, কমলগঞ্জের ৫ জন, রাজনগরের ৩ জন, কুলাউড়ার ২ জন এবং জুড়ী উপজেলার ২ জন রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৫৯ জনে। ইতোমধ্যে ৩২৩ জন সুস্থ হয়েছেন এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন।