• জুলাই ১০, ২০২০
  • শীর্ষ খবর
  • 708
হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন মখলিছুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, নতুন শনাক্তের মধ্যে মধ্যে হবিগঞ্জ সদরে ১৪ জন, মাধবপুরে ৭ জন, চুনারুঘাটের ৩ জন, নবীগঞ্জের ৩ জন ও বাহুবলের ২ জন রোগী রয়েছেন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৯১ জনে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৬৭ জন।