• জুলাই ১৬, ২০২০
  • শীর্ষ খবর
  • 588
নগরীর কালিঘাট থেকে ৫ জুয়াড়ি আটক

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরীর কালিঘাট এলাকা থেকে তীরশিলং খেলা অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে, কুমিল্লা লাকসামের মৃত মোবারক আলীর ছেলে লোকমান, ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ইশুলিয়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়া, জকিগঞ্জ উপজেলার কোনাগাঁও গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে হেলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার বটতলা গ্রামের সাহেদ মিয়ার ছেলে নজরুল ইসলাম ও দক্ষিণ সুনামগঞ্জের গ্রামের কাজল দাসের ছেলে রিঙ্কু দাস।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মিডিয়া জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।