- জুলাই ২২, ২০২০
- শীর্ষ খবর
- 543
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সিলেট শামসুদ্দিন করোনা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তি উপজেলার সতং বাজারের কদম আলীর ছেলে আব্দুল আহাদ (৫৫)।
চুনারুঘাট উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোজাম্মেল হোসেন বলেন, রবিবার করোনা উপসর্গ নিয়ে আব্দুল আহাদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। করোনা নমুনা পরিক্ষায় তার রির্পোট প্রজেটিভ আসে। তার অবস্থার অবনতি হলে তাকে বুধবার সকালে সিলেট শামসুদ্দিন করোনা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।