- জুলাই ২২, ২০২০
- শীর্ষ খবর
- 623
ছাতক প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে শিপা বেগম (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বুধবার (২২জুলাই) নিজ বাড়িতে বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে সে।
শিপা বেগম নোয়ারাই ইউনিয়নের কটালপুর গ্রামের মাঈনুল ইসলামের স্ত্রী। ৬ মাস আগে মাঈনুল ইসলামের সাথে শিপা বেগমের বিয়ে হয়। খবর পেয়ে থানা পুলিশ বিকালে শিপা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
ছাতক থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।