- জুলাই ২৫, ২০২০
- লিড নিউস
- 774
নিউজ ডেস্কঃ ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে পরীক্ষায় নদুন করে আরও ৩৫ জনের করোনা সনাক্ত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিলেটে এমএজি ওসমানী হাসপাতালের ল্যাবে শনিবারের পরীক্ষায় তারা করোনা রোগী শনাক্ত হন। এর মধ্যে ৩ চিকিৎসকও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, শনিবার ওসমানী হাসপাতালের ল্যাবে পরীক্ষায় সিলেট বিভাগের আরও ৩৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন। এই ৩৫ জনের মধ্যে রয়েছেন ৩জন চিকিৎসক।
জানা গেছে, শনিবার শনাক্তকৃত ৩৫ জনের মধ্যে সিলেট জেলার ৩০ জন, সুনামগঞ্জের ২, হবিগঞ্জের ২ ও মৌলভীবাজারের ১ জন।
সিলেটের ৩০ জনের মধ্যে ২৬ জনই মহানগর এলাকা ও সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া বিশ্বনাথ, ওসমানীনগর ও কানাইঘাটের একজন করে শনাক্ত হয়েছেন। বিজ্ঞপ্তি