- জুলাই ২৫, ২০২০
- বিজ্ঞপ্তি
- 635
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলা প্রজন্ম ৭১ নবগঠিত কমিটির সহ সভাপতি নির্বাচিত হওয়ায় অলিউর রহমান আলেক কে অভিনন্দন জানিয়েছে সিংচাপইড় ইউনিয়ন যুবদল।
শনিবার ২৫ জুলাই সিংচাপইড় ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ইউনিয়ন যুবদল সভাপতি সালেহ আহমদ এ অভিনন্দন জানান।
সালেহ আহমদ বলেন, ছাতকের সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের কৃতি সন্তান, রাজপথে লড়াকু সৈনিক,ছাতক দোয়ারার গন মানুষের নেতা জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান ভাই এর রাজপথের বিশ্বস্ত হাতিয়ার অলিউর রহমান আলেক একজন পরীক্ষিত ত্যাগী নেতা।
তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম 71 সুনামগঞ্জ জেলা কমিটির সহ সভাপতি নির্বাচিত করায়, জাতীয়তাবাদী প্রজন্ম 71 এর কেন্দ্রীয় সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক এ্যাডঃ জিয়াউল হক জিয়া, সহ সম্পাদক রাজু ইসলাম কে প্রাণডালা অভিনন্দন জানান তারা।