- জুলাই ২৭, ২০২০
- শীর্ষ খবর
- 643
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লিলাইবাজার (সুজনের বাড়ি) ও বাংকার এলাকায় অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকা জরিমানা কছেরে প্রশাসন।
সোমবার সকাল ১১টা থেকে বেলা ২ টা পর্যন্ত পুলিশ ও বিজিবি’র অংশগ্রহণে টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নদীর তীরের কাছে বালু উত্তোলন করে পাড়ের বসতবাড়িসহ অন্যান্য স্থাপনা ঝুঁকিপূর্ণ করায়, বালুর পরিবর্তে চিপ পাথর উত্তোলন করায় এবং সংরক্ষিত বাংকার এলাকায় বালু উত্তোলন করায় মোট ১০টি মামলায় বিভিন্ন অংক মিলিয়ে মোট ৬ লাখ টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এছাড়া ১৫০ ঘনফুট চিপ পাথর জব্দ করে সেখানেই নিলামে বিক্রি করা হয়, যার মূল্য ৭ হাজার ৮শ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালাসাদক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও তাদের সঙ্গীয় ফোর্স।