- জুলাই ২৯, ২০২০
- শীর্ষ খবর
- 389
নিউজ ডেস্কঃ সিলেট মহানগর পুলিশের ৪২ জন করোনাজয়ী পুলিশ সদস্যকে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সহকারী পুলিশ কমিশনার সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন), শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস), তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদর), ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা), শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর-অপরাধ), জ্যোর্তিময় সরকার পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে মিডিয়া), রাজন কুমার দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ-প্রশাসন), সুদীপ দাস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সিটিএসবি), মো. ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) ও করোনা বিজয়ী পুলিশ সদস্যগণ।
এ পর্যন্ত এসএমপির মোট ১০৫ জন পুলিশ সদস্য করোনা জয় করে কাজে যোগদান করেছেন।
করোনা বিজয়ীদের আবারো করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পরার প্রস্তুতি নিতে উজ্জীবিত করেন পুলিশ কমিশনার। করোনা বিজয়ীদের তিনি ফুল দিয়ে অভিনন্দন জানান। তিনি করোনা বিজয়ীদের কাছ থেকে করোনাকালীন সময়ের গল্প শুনেন।
আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার জন্য করোনা বিজয়ীরা পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশে করোনাভাইরাস হানা দেওয়ার ৪ মাস গত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজারের বেশি মানুষ। আক্রান্ত হয়েছে দুই লক্ষাধিক। করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি পালনে দেশের মানুষকে সচেতনার পাশাপাশি লকডাউন বাস্তবায়নে যেমন কঠোর অবস্থানে ছিলো বাংলাদেশ পুলিশ তেমনি মানবিক কার্যক্রমের মাধ্যমেও ছিলো দেশবাসীর পাশে। দেশের মানুষকে নিরাপদ রাখতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ১৪৪৬৯ জন পুলিশ সদস্য যাদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৬৩ জন। সিলেট মেট্রোপলিটন পুলিশের আক্রান্ত হয়েছেন ১২৭ জন সদস্য। তার মধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।