• আগস্ট ১৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 403
বৃহস্পতিবার সিলেট আসছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্কঃ মাজার জিয়ারত সহ বিভিন্ন অনুষ্ঠানে যোগদিতে বৃহস্পতিবার দুপুরে সিলেট আসছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ইউ.এস.বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

সিলেটে সফরকালীন মন্ত্রী বেলা সাড়ে ১২টায় তিনি সিলেট বেতার কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুর ১টা ১৫ মিনিটে তিন মধ্যাহ্ন বিরতিতে সিলেট সার্কিট হাউজে যাবেন। বেলা আড়াইটায় তিনি হযরত শাহজালাল (রা.) মাজার জিয়ারত করবেন। বিকাল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে মন্ত্রী করোনাকালীন পরিস্থিতিতে সিলেট বিভাগের ৪ জেলার সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ করবেন।

রাত ৮টা ৫০ মিনিটে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ইউ.এস.বাংলা এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এসময় মন্ত্রীর সহকারী একান্ত সচিব মুহাম্মদ মকবুল হোসেন, ব্যক্তিগত কর্মকর্তা মো. এমরুল করিম রাশেদ ও কায়ছারুল আলম মন্ত্রীর সফরসঙ্গী থাকবেন।