- আগস্ট ২৪, ২০২০
- লিড নিউস
- 365
নিউজ ডেস্কঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষায় নতুন করে আরও ৩০ জন করোনাক্রান্ত সনাক্ত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা ফলাফল পজিটিভ এসেছে।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৩০ জনের দেহে করোনাভাইনাস শনাক্ত হয়।
তিনি বলেন, ‘ওসমানীর ল্যাবে সোমবার ২৭৬ জনের নমুনা জমা পড়ে। তবে আগে সংগৃহীত কিছু নমুনা নিয়ে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল নিশ্চিত হওয়া যায়নি।