• আগস্ট ২৬, ২০২০
  • শীর্ষ খবর
  • 415
দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রলারচালকের মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ট্রলার চালকের মৃত্যু হয়েছে। মৃত হেলাল মিয়া (২০) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট মোদেরগাঁওয়ের নেয়ামত আলীর ছেলে।

বুধবার (২৬ আগস্ট) সকালে দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন আলেক এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।

হেলাল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন।

তিনি জানান, সুরমা নদী পথে ইঞ্জিন নৌকার চালক হেলাল মিয়া পাথরবাহী ট্রলার নিয়ে বুধবার সকালে দক্ষিণ সুরমার আলেক এন্টারপ্রাইজে ডিজেল কিনতে আসেন। এসময় অসাবধানতাবশততিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।