• আগস্ট ২৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 462
আব্দুর রাজ্জাকের ভাইয়ের মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বড় ভাই অধ্যাপক কবি আব্দুল হান্নান সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, কেন্দ্রীয় বিএনপি নেতা রাজ্জাকের বড় ভাই নগরীর ব্যবসায়ী, শিক্ষাবিদ ও কবি আব্দুল হান্নান সেলিমের মৃত্যুতে আমরা একজন গুনীজনকে হারালাম।

আব্দুল হান্নান সেলিমের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।