- আগস্ট ২৯, ২০২০
- শীর্ষ খবর
- 458
নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে সরকারের প্রস্তাবিত স্টোন ক্রাশিং জোনের ভূমি পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মোহাম্মদ কামাল হোসেন।
শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তিনি জাফলংয়ের প্রস্তাবিত স্টোন ক্রাশিং মেশিন জোনের ভূমি পরিদর্শন করেন। এর আগে তিনি সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিও পরিদর্শন করেন। শুক্রবার (২৮ আগস্ট) তিন দিনের সফরে তিনি সিলেট আসেন সচিব মোহাম্মদ কামাল হোসেন ।
প্রস্তাবিত ক্রাশিং জোন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ সচিব পর্যটন কেন্দ্র জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা ঘুরে দেখেন।
এসময় সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মাহবুবুল আলম, ইউএনও জৈন্তাপুর নাহিদা পারভীন, ইউএনও গোয়াইনঘাট মো. নাজমুস সাকিব, গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর, এএসপি গোয়াইনঘাট (সার্কেল) মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লেবু, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামসুল আলমসহ স্টোন ক্রাশার মিল মালিক সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।