• আগস্ট ২৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 444
নগরীতে মেয়র আরিফের অভিযান

নিউজ ডেস্কঃ সিলেট নগরীতে আকস্মিক অভিযান চালিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার ২৯ আগষ্ট বিকালে জিন্দাবাজার থেকে চৌহাট্টা এলাকায় তিনি এ অভিযান চালান।

অভিযানকালে জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত সড়কের ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের সতর্ক করে দেন মেয়র। মানুষের হাঁটাচলার পথ দখল করে মালামাল কেন রাখা হয়েছে, তা জানতে চান তিনি।

কিন্তু ব্যবসায়ীরা সদুত্তর দিতে পারেন নি।

পরে মেয়র আরিফ ফুটপাত দখল করে রাখা ব্যবসায়ীদের হুঁশিয়ার দিয়ে বলেন, আগামীতে এভাবে ফুটপাতে মালামাল রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।

অভিযানে সড়কে পার্ক করে রাখা যানবাহনের চালকদের সাথেও কথা বলেন আরিফ। তিনি যেখানে-সেখানে গাড়ি পার্কিং না করতে চালকদের আহবান জানান।

সিটি করপোরেশনের জনসংযোগ শাখা জানিয়েছে, মেয়র আরিফের এই অভিযান অনির্ধারিত ছিল। তিনি আকস্মিকভাবে একাই এ অভিযান পরিচালনা করেন।