• সেপ্টেম্বর ২, ২০২০
  • লিড নিউস
  • 364
সিলেটে আরও ৯৮ জন করোনা আক্রান্ত সনাক্ত

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৯৮ জন সনাক্ত হয়েছেন। করোনা পরীক্ষায় শাবির ল্যাবে ৬৬ জন ও ওসমানীর ল্যাবে ৩২ জনের করোনা পজেটিভ আসে।

বুধবার (২ সেপ্টেম্বর) শাবির পিসিআর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৬৬ টি নমুনার ফলাফল পজিটিভ আসে ও ওসমানীর পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে এই ৩২ জনের করোনা শনাক্ত হয়।

শাবির ল্যাবে শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা এবং ওসমানীর শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি চারজন মৌলভীবাজারের বাসিন্দা।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল সনাক্তের বিষয়ে নিশ্চি করে জানান, আজ শনাক্ত হওয়া ৬৬ জনের মধ্যে সুনামগঞ্জের ২১ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ২৮ জন ও সিলেট জেলার ৯ জন রোগী রয়েছেন।

অপর দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি চারজন মৌলভীবাজারের বাসিন্দা।