• সেপ্টেম্বর ৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 640
দক্ষিণ সুরমায় বাসের ধাক্কায় দাদী-নাতী নিহত

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রাস্তাপার হওয়ার সময় বাসের ধাক্কায় দাদী-নাতী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক বাস (ঢাকা মেট্রো জ-০৪-০১৯৩) জব্দ করে।

নিহতরা হচ্ছেন, দক্ষিণ সুরমার দাউদপুর গাংপার গ্রামের আহমদ আলীর ছেলে রাহাত (৭) ও তার দাদি বিবিজান (৬৫)। নিহতদের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি ছাহাবুল হোসেন। তিনি জানান, বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস তাদেরকে ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে স্থানীয়রা বাসটি আটকে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।