- সেপ্টেম্বর ৩, ২০২০
- শীর্ষ খবর
- 420
বিয়ানীবাজার প্রতিনিধিঃ সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই জন ও একটি সিএনজি অটোরিকশা ভাংচুরের হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড এলাকায় ও প্রধান সড়কে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ২জন আহত ও একটি সিএনজি অটোরিকশা ভাংচুরের হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।