• সেপ্টেম্বর ৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 456
মাধবপুরে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে একটি কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল এ ঘটনা ঘটে। মনির হেসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, উপজেলার হরিতলা এলাকার নির্মিত বাদশা কোম্পানির নির্মাণাধীন একটি কোয়াটারে রাজমিস্ত্রির সহকারী হিসাবে কাজ করত মনির হোসেন। বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত ভবন থেকে মাটিতে পড়ে যান । এ সময় অন্যান্য শ্রমিকরা দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।