- সেপ্টেম্বর ১০, ২০২০
- লিড নিউস
- 456
নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে যাদের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এই তালিকায় তাদের দুই জনের নাম রয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের শুরুর দিক থেকেই মেয়র আরিফুল হক চৌধুরী বিরামহীনভাবে কাজ করছিলেন। লকডাউনের সময় বাসাবাড়িতে আটকে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে তিনি ব্যাপক সুনাম কুড়িয়েছিলেন। পাশাপাশি নগরীর চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে তাকে সবসময় দেখা যেত। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ সংশ্লিষ্টদের নিয়েই তিনি এসব উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করতেন। আজ বৃহস্পতিবার সিসিকের এই দুই কর্তা ব্যক্তি একই সাথে করোনায় আক্রান্ত হলেন।
এর আগে মেয়র আরিফের স্ত্রী সা্মা হক চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবারের শরীরে শনাক্ত হয়েছিলো এ ভাইরাস।