• সেপ্টেম্বর ১৭, ২০২০
  • লিড নিউস
  • 406
সিলেটে নতুন করে আরো ৪৮ জনের করোনা পজিটিভ

নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত আরও ৪৮ জন শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে দৈনিক নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মোট ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ।

মোট শনাক্তদের মধ্যে রয়েছেন সিলেট জেলার ২৬, সুনামগঞ্জের ৯, মৌলভীবাজারের ১ এবং হবিগঞ্জ জেলার ৩ জন ।

এদিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার যাদের নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে মাত্র ৯ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা পজিটিভ হওয়া ব্যক্তিদের সংখ্যা ছিলো ১২ হাজার ১৬৬ জন। মোট আক্রান্তের মধ্যে জেলাওয়ারি ব্যক্তি ছিলেন সিলেট জেলার ৬ হাজার ৫৩৬ জন, সুনামগঞ্জের ২ হাজার ২৭৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৬৯৭ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৬৫৫ জন।

ইতোমধ্যে সিলেট বিভাগে কোভিড-১৯ হতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৬৩৭ জন।