- সেপ্টেম্বর ২৫, ২০২০
- বিজ্ঞপ্তি
- 478
নিউজ ডেস্কঃ সিলেট জেলার দক্ষিণ সুরমায় উপজেলা বিএনপির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে এই সভা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
সদস্য আব্দুল লতিফ খানের সঞ্চালনায় দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের আহমদপুরে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক উপজেলা সভাপতি ও উপজেলা আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হাজী মো. সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. তফজ্জুল হোসেন, তাজরুল ইসলাম তাজুল, আব্দুস শহীদ পংকী, হাজী মো. নামর আলী, বজলুর রহমান ফয়েজ, মো. আত্তর আলী, মো. জাকারিয়া খান, জিল্লুর রহমান শোয়েব, শাহ মাহমদ আলী। এসময় মুহিবুর রহমান মুহিব, আশরাফুল আলম বাহার, মইনুল ইসলাম মঞ্জুর, মনিরুল ইসলাম তুরন, শামীম সিদ্দিকী, আলহাজ¦ হাবিবুর রহমান, হাজী মো. আসাদ, মোজাম্মেল হোসেন পিরু, শাহেদ খান স্বপন, আব্দুল মালেক মল্লিক, ফখরুল ইসলাম রুমেল, আমিনুর রহমান চৌধুরী সিফতা, মো. ফজলে রাব্বি আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় দক্ষিণ সুরমা উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিটের কার্যক্রম গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের ব্যাপারে আলোচনা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তৃনমূল বিএনপিকে সংগঠিত করার ব্যাপারে আলোচনা হয়।