- সেপ্টেম্বর ২৯, ২০২০
- লিড নিউস
- 348
নিউজ ডেস্কঃ সিলেটে করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত আরও ৩৬ জন শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জন ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সুত্র থেকে জানা যায়, করোনা আক্রান্তদের মধ্যে চারজন সিলেট জেলা ও দুই জন মৌলভীবাজার জেলার বাসিন্দ। বাকি দুইজন সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বাসিন্দা।
অপর দিকে, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আরটি পিসিআর ল্যাবে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৪ জন, মৌলভীবাজারের ৯ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।