• অক্টোবর ৮, ২০২০
  • শীর্ষ খবর
  • 364
ধর্ষক সাইফুরের অস্ত্র মামলায় ৩দিনের রিমান্ড

নিউজ ডেস্কঃ সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামী কে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের মামলার প্রধান আসামী সাইফুর রহমান কে এবার অস্ত্র মামলায় তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সাইফুরকে অস্ত্র মামলায় ৫দিনের রিমান্ডে নেয়ার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে এ রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে আদালত সাইফুরের ৩দিনের রিমান্ড মঞ্জর করেন।

বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকরী পুলিশ কমিশনার অমূল কুমার চৌধুরী (প্রসিকিউশন)। তিনি বলেন, আদালতে ৫দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানী শেষে আদালতের বিচারক তার ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষক সাইফুর রহমানের দখলে থাকা কক্ষ থেকে পুলিশ একটি পাইপগান, চারটি রামদা, দুটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করে।