• অক্টোবর ৯, ২০২০
  • শীর্ষ খবর
  • 558
হবিগঞ্জের মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১০ কেজি ভারতীয় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুল্লাহ (২৫) মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের মির্জাপুর উত্তর পাড়ার আব্দুর রহিম মুহরির পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানা এলাকার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার বৈকুন্ঠপুর চা বাগানে অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজাসহ আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।

ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।