• অক্টোবর ১৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 419
বিশ্বনাথে ইউপি নির্বাচন: ‘ধানের শীষের’ বিরুদ্ধে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা

বিশ্বনাথ প্রতিনিধিঃ আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক ‘ধানের শীষের’ বিরুদ্ধে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক জালাল উদ্দিন সাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে দলের শৃঙ্খলা ভঙ্গ না করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনে দলীয় প্রতিক ধানের শীষ নিয়ে এমাদ উদ্দিন খান নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। আর দলের শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়েছেন আবুল হোসেন নামের এক প্রার্থী। দলের সাথে তার কোন সম্পৃক্ততা নেই, দলীয় পদ-পদবীও নেই। তাই দলীয় প্রার্থী এমাদ খানের বিরুদ্ধে গিয়ে আবুল হোসেনের পক্ষে কাজ না করার জন্য দলের নেতা-কর্মীর নিদের্শনা প্রদান করা হয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে দলীয় প্রার্থী এমাদ উদ্দিন খানের পক্ষে কাজ করে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে কাজ করার নির্দেশ দিয়েছেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য প্রার্থীর পক্ষে কাজ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।