- অক্টোবর ২৪, ২০২০
- শীর্ষ খবর
- 455
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসভার শরীফনগর নতুনহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহনা আক্তার (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। মোহনা ওই গ্রামের যুব মিয়ার মেয়ে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায় মোহনা। পরে বাড়িতে শিশুটিকে দীর্ঘক্ষণ না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে প্রতিবেশীদের সহযোগিতার পুকুরে থেকে মোহনার মরদেহ উদ্ধার করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান, মোহনা সাঁতার না জানায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তার পরিবার জানিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তারা ময়নাতদন্ত ছাড়াই শিশুটির দাফন সম্পন্ন করবেন।