• অক্টোবর ২৪, ২০২০
  • শীর্ষ খবর
  • 625
রায়হান হত্যা মামলা : কনস্টেবল হারুন ৫ দিনের রিমান্ডে

নিউজ ডেস্কঃ সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে পুলিশী নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলায় গ্রেপ্তারকৃত কনস্টেবল হারুন রশিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ৩য় আদালতের বিচারক শারমিন আক্তার নীলার আদালতে তুলে পিবিআই। এসময় পিবিআই হারুনকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানালে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।

এর আগে গতকাল শুক্রবার রাতে কনস্টেবল হারুন রশিদকে সিলেট পুলিশ লাইন্স থেকে গ্রেফতার করা হয়।