- নভেম্বর ৩, ২০২০
- শীর্ষ খবর
- 389
নিউজ ডেস্কঃ সিলেটের শহরতলীর ৬ নম্বর টুকেরবাজার ইউনিয়নের তারাপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫ বোতল পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব।
গত সোমবার (২ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় র্যাব। এসময় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিমানবন্দর থানায় বিস্ফোরক আইনে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছে।
সিলেট র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) একেএম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।