- নভেম্বর ৬, ২০২০
- লিড নিউস
- 406
নিউজ ডেস্কঃ সিলেটে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৪ চিকিৎসকসহ আরও ২৩ জনশনাক্ত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেটের শাবি ও ওসমানীর ল্যাবে পরীক্ষার পর এই ২৩ জনের করোনা পজেটিভ আসে।
শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার বিশ্ববিদ্যায়টির ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।
শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৬ জন এবং সুনামগঞ্জ জেলায় ১ জন রয়েছেন বলেও জানান তিনি।
ওপর দিকে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে শুক্রবার সিলেট বিভাগের তিন জেলার ১৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী জানান, শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৩ জন, সুনামগঞ্জ জেলায় ২ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।