• নভেম্বর ৮, ২০২০
  • লিড নিউস
  • 338
বালুচরে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কে কুপিয়ে জখম

নিউজ ডেস্কঃ সিলেট মহানগরের শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লাহিন চৌধুরী কে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় খসরু নামে আরও একজন আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের বালুচরের নয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত লাহিন সিলেট মহানগরের শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লাহিনের ওপর হামলাকারীরা সাবেক এক ছাত্রলীগ নেতার অনুসারী। অই নেতার নির্দেশেই লাহিনের ওপর হামলা চালানো হয়। অই সাবেক নেতার নেতৃত্বে বালুচরে নানা ধরনের অনৈতিক ও অসামাজিক কাজে সব সময় বাঁধা দিতেন লাহিন। এ কারণে পথের কাঁটা সরাতে তার ওপর হামলা চালায়।

এ ব্যাপারে লাহিনের ভাই শাহীন চৌধুরী বলেন, হামলার ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। যারা এ হামলার ঘটনায় জড়িত তাদের নামে এজাহার দেওয়া হচ্ছে।

সিলেট শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। সুত্র : বাংলানিউজ