• নভেম্বর ১৫, ২০২০
  • শীর্ষ খবর
  • 420
রায়হান হত্যা: ছিনতাইর অভিযোগ আনা সাইদুর রিমান্ডে

নিউজ ডেস্কঃ সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ মৃত্যর ঘটনায় শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এ আদেশ দেন। এর আগে দুপুরে পিবিআই তাকে আদালতে হাজির করে। এ সময় শেখ সাইদুর রহমানকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন জানায় পিবিআই। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৫ অক্টোবর সকালে শেখ সাইদুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই অফিসে নিয়ে আসে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের কর্মকর্তারা। পরে একইদিন বিকেলে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

তাকে গ্রেপ্তারের ২০ দিন পর রোববার দুপুরে রায়হান হত্যার ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফের আদালতে হাজির করে রিমান্ডে নিলো পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।