• নভেম্বর ২৩, ২০২০
  • শীর্ষ খবর
  • 397
আম্বরখানায় ট্রাক চাপায় যুবক নিহত

নিউজ ডেস্কঃ সিলেট নগরীর আম্বরখানা এলাকায় ট্রাক চাপায় ইমরান ডালি (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিমানবন্দর থানাধীন রঙ্গিটিলা এলাকার লাল মিয়ার ছেলে।

সোমবার (২৩ নভেম্বর) ভোর রাত পৌনে ৩টার দিকে পলাশ হোটেলর সামনে এ ঘটনাটি ঘটে। ট্রাক চাপায় নিহত ইমরানের পুরো মাথা থেতলে যাওয়ায় তিনি ঘটনাস্থলে মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-৫৪৯৩) আটক করলেও চালক ও ট্রাকের হেলপার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

স্থানীয়রা জানান, নিহত ইমরান আম্বরখানাস্থ হোটেল পলাশের সামনে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় অপর প্রান্ত থেকে দ্রুতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট ভিউ’কে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি আটক করেছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।