• নভেম্বর ২৬, ২০২০
  • শীর্ষ খবর
  • 620
হবিগঞ্জে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জ পইল গ্রামে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধের দাবী জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় শহরতলীর পইল গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পইল ইউনিয়নের মাছুলিয়া থেকে মশাজান পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। গাইডওয়াল নির্মাণ কিংবা মাটি ভরাটের কাজ না করেই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে এই রাস্তা ব্যবহারকারী এই এলাকার বাসিন্দারা বিভিন্ন সময় প্রতিবাদ করে আসছে। কিন্তু এতে টনক নড়ছে না ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কারো।

তাই প্রকল্পের স্কিম ও ম্যাপ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান বক্তারা। পাশাপাশি অনিয়মের যে অভিযোগ আনা হয়েছে তার সুষ্ঠু তদন্তের দাবি করেন এলাকাবাসী।

পইল ইউনিয়নের সুশীল সমাজের ব্যানারে অনুষ্ঠিত ওই মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ইউপি সদস্য মো. মর্তুজ আলী। বক্তব্য দেন, সমাজ সেবক মো. শাহআলম, মো. শরীফ উদ্দিন, পইল গণিত ক্লাবের প্রতিনিধি চন্দন মনি পাল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম ও সৈয়দ মাহমুদ আমীম।