- নভেম্বর ২৯, ২০২০
- শীর্ষ খবর
- 407
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর গোয়াবাড়ী এলাকা থেকে জুয়া খেলার সামগ্রীসহ এক যুবককে আটক করেছে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা। শনিবার (২৮ নভেম্বর) বিকেল আনুমানিক চারটার দিকে মো. জহির আহমদ (২৫) কে আটক করা হয়। আটক জহির সুনামগঞ্জের ছাতক উপজেলার চড়েরবন গ্রামের সাইদুর রহমানের পুত্র।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
এতে বলা হয়, মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করে প্রকাশ্যে টাকার বিনিময়ে তীর শিলং নামক জুয়া খেলা অবস্থায় মো. জহির আহমদ (২৫) কে আটক করা হয়। এসময় তার কাছা থেকে একটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪২২ টাকা উদ্ধার করা হয়।
পরে তাকে আটকের পর এয়ারপোর্ট থানা উপ পরিদর্শক (এসআই) অমিত সাহা বাদী হয়ে মামলা (নং-৬৭, তাং-২৮/১১/২০২০খ্রিঃ, ধারা-১৮৬৭) দায়ের করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।