• ডিসেম্বর ২, ২০২০
  • শীর্ষ খবর
  • 466
সিলেটে কাল আট ঘণ্টা গ্যাস থাকবে না

নিউজ ডেস্কঃ সিলেট নগরে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপক (স্টেশন মেইনটেন্যান্স শাখা) প্রকৌশলী নিজাম উদ্দিন তালুকদার।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর জন্য গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ রাখা হবে।

প্রকৌশলী নিজাম উদ্দিন তালুকদার বলেন, ‘সিলেট মহানগরে জালালাবাদ গ্যাসের প্রায় ৩০ হাজার গ্রাহক রয়েছেন। বৃহস্পতিবার জেলার একটি গ্যাস স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এ কারণে গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজ শেষে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এ সমস্যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’