• ডিসেম্বর ১০, ২০২০
  • শীর্ষ খবর
  • 512
চুনারুঘাটে গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিজের গলা কেটে আং মোতালেব (৯৫) নামের এক ব্যক্তির আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার সীমান্তবর্তী এলাকা আহম্মদাবাদ ইউপির চিমটিবিল খাসপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। মোতালেব ওই গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আং মোতালেবের ঘর থেকে গোঙানির শব্দ আসে। শব্দ শোনে তার নয় বছরের নাতনী মিম আক্তার এগিয়ে গিয়ে দেখে দাদা (মোতালেব) দা দিয়ে গলা কাটছেন। তখন তার (মিমের) চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে দেখতে পান। রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সময় মোতালেবের ছেলে আবুল হোসেন ও কাজল মিয়া বাড়িতে ছিলেন না। তবে বৃদ্ধের আত্মহত্যার কারণ জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, ‘বিকেলে লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’