- ডিসেম্বর ১৩, ২০২০
- শীর্ষ খবর
- 321
নিউজ ডেস্কঃ সিলেট নগরীর মেন্দিবাগস্থ এলাকার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার কোতোয়ালি থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। যুবকের পেঠে আঘাতে চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে ওই আঘাতটি ছুরিকাঘাত।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার এসআই শহিদুল ইসলাম।
তিনি জানান, নতুন ব্রীজ সংলগ্ন মেন্দিবাগ এলাকাস্থ একটি ডোবা যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। যুবকের বয়স আনুমানিক ২০-২২ বছর। তার পেঠে আঘাতের চিহ্ন রয়েছে। পানিতে থাকায় লাশটির পচন ধরে ।