• ডিসেম্বর ১৯, ২০২০
  • মৌলভীবাজার
  • 529
কমলগঞ্জ পৌর নির্বাচন: নৌকার জুয়েল, ধানের শীষের আবুল

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে ২য় বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমেদ। আর বিএনপির মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, বিএনপি নেতা মোহাম্মদ আবুল হোসেন।

শুক্রবার রাতে আওয়ামী লীগ ও বিকেলে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন উভয় দলের হাইকমান্ড।

এদিকে, শুক্রবার রাতে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থিতা ঘোষণার পর কমলগঞ্জ পৌর এলাকায় জুয়েল সমর্থক এবং তার অনুসারী দলীয় নেতাকর্মীরা আনন্দ উল্লাস প্রকাশ করতে দেখা যায়। রাত ৯টায় নৌকার সমর্থনে জুয়েল সমর্থকরা মিছিল বের করেন।

আগামী ১৬ জানুয়ারি কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর।

আসন্ন কমলগঞ্জ পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন বর্তমান মেয়র কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বর্তমান পৌর কাউন্সিলর মো. আনোয়ার হোসেন ও কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের আহবায়ক ঠিকাদার মো. হেলাল মিয়া।

এদিকে, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত অপর দুই প্রার্থী স্বতন্ত্র নির্বাচন করবেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে, যদিও এখনও তারা আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

আগামী ১৬ জানুয়ারী ২য় ধাপে কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর রোববার।