- ডিসেম্বর ১৯, ২০২০
- বিজ্ঞপ্তি
- 609
নিউজ ডেস্কঃ দক্ষিণ সুরমা উপজেলা জাসাসের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য লিটন খানকে গ্রেফতারে তীব্র নিন্দা নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মনজুর হোসেন মজনু।
শনিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান।
মনজুর হোসেন মজনু বলেন, বিরোধী শক্তিকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে না পেরে বর্তমান অবৈধ আওয়ামী সরকার একের পর এক মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা করে কারাগারে আটকে রেখে জোরপূর্বক ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়।তিনি অবিলম্বে লিটন খানসহ মিথ্যা মামলায় কারাগারে সকল নেতাকর্মীর মুক্তির দাবী জানান।