- ডিসেম্বর ২৬, ২০২০
- শীর্ষ খবর
- 371
হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করায় আওয়ামী লীগ নেতা বাবা ও ছেলেকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে আওয়ামী লীগ থেকে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া দুজন হলেন নবীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী এবং তাঁর ছেলে একই ওয়ার্ডের আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী।
দল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী ছাবির আহমেদ চৌধুরী ১৯ ডিসেম্বর পৌরসভার ৬নং ওয়ার্ডে এক মতবিনিময় সভার আয়োজন করেন। এ সভায় সভাপতিত্ব করেন আফরোজ মিয়া চৌধুরী। পাশাপাশি এতে সার্বিক সহযোগিতা করেন তাঁর ছেলে আনোয়ার হোসেন চৌধুরী। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই সভার ছবি ভাইরাল হয়।
এ ঘটনায় গতকাল রাতে এক জরুরি বর্ধিত সভা ডাকে নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুজাহিদ আহমেদ। উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করা এবং সভায় সভাপতিত্ব করায় আফরোজ মিয়া চৌধুরী ও আনোয়ার হোসেন চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।