• জানুয়ারি ৫, ২০২১
  • শীর্ষ খবর
  • 356
ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় প্রবাসী মৃত্যু

নিউজ ডেস্কঃ সিলেটের ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় ফরিদ মিয়া (২৫) নামের এক কাতার প্রবাসী নিহত হয়েছেন।

তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার ভাটি বাঙ্গাল গ্রামের লাল মিয়ার ছেলে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) আনুমানিক বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসখানেক আগে ফরিদ মিয়া কাতার থেকে ছুটিতে দেশে আসেন। মঙ্গলবার মোটরসাইকেলযোগে দেওন্দি থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। মহাসড়ক ক্রসিংয়ের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুত্বর আহত হন।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।