- জানুয়ারি ৫, ২০২১
- শীর্ষ খবর
- 393
নিউজ ডেস্কঃ সিলেট ঘুষ আদায় বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। চা পানের কথা বলে সেবাগ্রহিতাদের কাছ থেকে ঘুষ আদায় না করতে পারার জন্য টি কর্নারের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জানুয়ারি) মহানগর গোয়েন্দা বিভাগীয় কার্যালয়ে টি কর্নারটি চালু হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অনেক সময় লক্ষ্য করা যায় যাতায়াত খরচ ও চা খরচের দোহাই দিয়ে কিছু অসাধু পুলিশ সদস্যদের মধ্যে ঘুষ আদায়ের প্রবণতা রয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগের এ উদ্যোগের কার্যক্রমকে আরও স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহানগর গোয়েন্দা বিভাগের একটি কক্ষে অফিসার ও ফোর্সদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির লক্ষে টি কর্নারের ব্যবস্থা করা হয়েছে। সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সরা স্বাস্থ্যবিধি মেনে টি কর্নারে বিনামূল্যে চা পান করতে পারবেন।
এছাড়াও পুলিশ কমিশনার মহানগর গোয়েন্দা বিভাগকে দু’টি মাইক্রোবাস দেন। মহানগর গোয়েন্দা বিভাগের অফিসার ও ফোর্সদের যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং দায়িত্ব পালনে অনেক গতিশীল হয়েছে মহানগর গোয়েন্দা বিভাগ।