• জানুয়ারি ১২, ২০২১
  • মৌলভীবাজার
  • 442
ইউপি সদস্যের লাশ উদ্ধার, পরিবার বলছে, কারও সঙ্গে শত্রুতা নেই

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম আহমদের (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে কবিরা গ্রামের বন্ধন ব্রিক ফিল্ডের পাশের পুকুরপাড়ে লাশটি পাওয়া যায়।

শামীম দৌলতপুর গ্রামের জছির আলীর ছেলে।

শামীমের চাচাতো ভাই পাশের দক্ষিণ শাহবাজপুর ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, ‘কারও সঙ্গে শামীমের শত্রুতা আছে কি না, তা ঠিক জানা নেই। আমাদের কারও কোনো অভিযোগ নেই।’

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বাজারের উদ্দেশে শামীম বাড়ি থেকে বের হন। রাতে আর ফেরেননি। পরিবারের লোকজন ঘরে না পেয়ে আজ সকালে তাঁর মুঠোফোনে কল করেন। তাঁকে বিভিন্ন স্থানে খোঁজা হয়। সকাল নয়টার দিকে লোকজন বন্ধন ব্রিক ফিল্ডের পাশের পুকুরপাড়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। বেলা দুইটার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে নিজবাহাদুরপুর ইউপির চেয়ারম্যান ময়নুল হক বলেন, শামীম প্রতি রাতে দেরিতে বাড়ি ফেরেন। এ কারণে পরিবারের লোকজন তাঁর জন্য খাবার রেখে ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে দেখা যায়, তিনি ফেরেননি। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।