• জানুয়ারি ১৭, ২০২১
  • শীর্ষ খবর
  • 454
চুনারুঘাটে তিনবার বিএনপির প্রার্থী বদল

হবিগঞ্জ প্রতিনিধঃ হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র মো. নাজিম উদ্দিন সামছুকে পুনরায় দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এ নিয়ে তৃতীয়বার প্রার্থী পরিবর্তন করলো দলটি।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে মো. নাজিম উদ্দিন সামছুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. নাজিম উদ্দিন সামছুকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করলেও কয়েক ঘণ্টা পরই প্রার্থী পরিবর্তন করে দলীয় মনোনয়ন দেওয়া হয় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানকে।

একই পৌরসভায় দলীয় মেয়র প্রার্থী তিন বার বদলের কারণ জানতে চাইলে বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, প্রতিবারই তৃণমূলের সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তন হয়েছে। তবে কি কারণে তারা এমন করেছেন তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।