- জানুয়ারি ৩১, ২০২১
- শীর্ষ খবর
- 337
নিউজ ডেস্কঃ হবিগঞ্জ পৌরসভায় মাঝি হিসেবে নৌকা তুলে দেয়া হয়েছে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের হাতে ও ধানের শীষ তুলে দেয়া হয় পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সেলিমের হাতে।
শনিবার (৩০ জানুয়ারি) উভয় দলের মনোনয়ন বোর্ড তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করে।
এ পৌরসভায় এ বছর নৌকা প্রতীক চেয়েছিলেন আটজন প্রার্থী। এর মাঝে তিনজন আগে বিদ্রোহী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একজন আছেন প্রবাসী আওয়ামী লীগ নেতা।
আর ধানের শীষ প্রতীক চেয়েছিলেন পাঁচজন প্রার্থী। এবার বিএনপিতে কোনো বিদ্রোহী প্রার্থী না হলেও আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান। তিনি এর আগেও বিদ্রোহী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। পরবর্তীতে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, দলীয় সিদ্ধান্ত বিগত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী এবং প্রবাসী নেতাদের মনোনয়ন না দেয়ার। তাই দলের নিবেদিত হিসেবে যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীক তুলে দেয়া হয়েছে।