- ফেব্রুয়ারি ৫, ২০২১
- লিড নিউস
- 257
নিউজ ডেস্কঃ সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের বদলে মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে শুক্রবার দুপুরে ছেড়ে গেছে একটি ট্রেন। বিকালে সে স্টেশন থেকেই ঢাকার উদ্দেশ্যে ছাড়বে আরেকটি ট্রেন।
কুলাউড়া জংশন রেল স্টেশনের মাস্টার মুহিব উদ্দিন আহমদ জানান, আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে দুপুর সাড়ে ১২টায় স্থানীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি কুলাউড়া স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
তিনি জানান, বিকেল পাঁচটায় ঢাকাগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনও সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনের ১০টি বগি লাইনচ্যুত হলে ওই স্থানে প্রায় ৮০০ মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। কর্মীরা ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পাশাপাশি লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের কাজ চালাচ্ছেন। এসব কাজ সম্পন্ন হলে সিলেটের সঙ্গে পুনরায় রেল যোগযোগ স্বাভাবিক হবে।