- ফেব্রুয়ারি ৯, ২০২১
- শীর্ষ খবর
- 345
নিউজ ডেস্কঃ সিলেট বিভাগে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৬ জনের। এছাড়া সিলেট বিভাগে আরও ৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়েছেন আরও ৪১ জন করোনা আক্রান্ত রোগী।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান ।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৩জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তরা সিলেট জেলার। বর্তমানে তারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৫২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৬০৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৮৫ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট বিভাগে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ২৬৭ জন।
সিলেটের চার জেলায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৩৫জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ২জন চিকিৎসা নিচ্ছেন।