- ফেব্রুয়ারি ৯, ২০২১
 - শীর্ষ খবর
 - 408
 
			          নিউজ ডেস্কঃ শাহপরাণ থানাধীন নুরপুর এলাকায়(১৪)বছর বয়সী কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের দায়ে পুলিশ অভিযান চালিয়ে ওমর ফারুক নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে শাহপরাণ থানার ইসলামপুর এলাকার মো. আরজু মিয়ার ছেলে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ধর্ষণের ঘটনায় কিশোরীর পিতা শাহপরাণ থানায় সোমবার (৮ জানুয়ারি) রাতে মামলা দায়ের করেন। এরআগে ওইদিন পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।
বিষয়টি নিশ্চিত করেন শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, কিশোরীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতারকৃত ফারুককে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে মঙ্গলবার দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে।
