• ফেব্রুয়ারি ১৯, ২০২১
  • শীর্ষ খবর
  • 350
বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে ছমেদ মিয়া (৭৫) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুফিয়াবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। ছমেদ মিয়া সুফিয়াবাদ গ্রামের মৃত সইব উল্লাহর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ডাল ছাটাই করতে ছমেদ মিয়া গাছে উঠেন। ডাল ছাটাইয়ের এক পর্যায়ে অসাবধানতাবসত বৈদ্যুতি তারে জড়িয়ে পড়েন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে ছিটকে মাটি পড়ে যান। গুরুত্বর আহত অবস্থায় পরিবারের লোকজন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলন দেব তাকে মৃত ঘোষনা করেন।